প্রতিষ্ঠান পরিচিতি: আর্মড পুলিশ ব্যাটালিয়ন কপ্লেক্সের অভ্যন্তরে বসবাসরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দের সন্তানদের লেখাপড়ার স্বার্থে মূলত ১৯৯৬ সালে প্রাথমিক বিদ্যালয় হিসাবে অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে নিম্ন মাধ্যমিক, ২০০২ সালে মাধ্যমিক এবং ২০১৬ বসালে উচ্চ মাধ্যমিকের সরকারি ও বোর্ডের অনুমতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে ক্লাস হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত। বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন ৫ এপিবিএন এর সম্মানিত অধিনায়ক জনাব ফারুক আহমেদ এবং উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ৫ এপিবিএন এর সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুমা আক্তার। তাদের সুযোগ্য নেতৃত্ব কৌশলী ও সঠিক দিক নির্দেশনা তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি উভায়াত্তর সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি পাচ্ছে। ক্যাডেট কলেজের প্রাক্তণ অভিজ্ঞ অনুষদ সদস্য, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ, সারোজ ইন্টারন্যাশনাল কলেজ এর প্রাঙ্গণ অধ্যক্ষ জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সুদক্ষ সুদূর প্রসারি পরিকল্পনা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি সব দিক দিয়ে উন্নতি করছে।